ফরিদপুরে বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে – দৈনিক গণঅধিকার

ফরিদপুরে বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৫০
ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ফরিদপুরের জেলা ও দায়েরা জজ আকবর আলী এ আদেশ দেন। ৩০ জুলাই রাতে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। এ মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাঁদি হয়ে মামলাটি করেন। এ মামলায় এজাহারভুক্ত ১৫ জন গত ৭ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। হাইকোর্ট ছয় সপ্তাহের জামিন দিয়ে নিন্ম আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। হাইকোর্টের আদেশ মেনে আজ বিএনপির ১৫ নেতাকর্মী ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত বয়স বিবেচনায় মো. রিজাউল ইসলাম, আলমগীর হোসেন ও হাদী রতনের জামিন মঞ্জুর করেন আদালত। বাকিদের জামিনের আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। কারাগারে পাঠানো নেতারা হলেন- আলফাডাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, সদস্যসচিব খোসবুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লা আল মিলন, নজরুল ইসলাম, মো. মুন্নু শেখ, হেমায়েত শেখ, হেমায়েত হোসেন মৃধা, সাজ্জাদ হোসেন, সৈয়দ মাইনুল হক, ফয়সাল সরদার ও মফিজুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী উৎপল চক্রবর্তী। মামলার এজাহারে বলা হয়েছে, ৩১ জুলাই সোমবার ফরিদপুরে বিএনপির জনসমাবেশে যোগ দিতে আগের দিন রাতে আলফাডাঙ্গায় সরকার বিরোধী একটি মিছিল বের করা হয়। রাত সোয়া ৯টার দিকে মিছিলকারীরা আলফাডাঙ্গা লোকাল বাসস্ট্যান্ডের কাছে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া সড়কে টায়ারে আগুন জ্বালানো হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে সাতটি শট গানের গুলি ছোঁড়ে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক