নির্বাচনের আগেই নেতাকর্মীর মুক্তি চায় হেফাজত – দৈনিক গণঅধিকার

নির্বাচনের আগেই নেতাকর্মীর মুক্তি চায় হেফাজত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:০২
জাতীয় নির্বাচনের আগেই নেতাকর্মীসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রথম আমেলা বৈঠক ও পরিচিতি সভায় এ দাবি জানানো হয়। সভাপতির বক্তব্যে হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার না থাকায় দেশ আজ মহাসংকটে। তারা জনগণের দাবি-দাওয়া ও প্রতিবাদ তোয়াক্কা করছে না। নির্বাচনের আগেই হেফাজত নেতা মামুনুল হক, মুনির হোসাইন কাসেমী, মাহমুদ গুনবীসহ কারাবন্দিদের মুক্তি দিন। অন্যথায় কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, দায় সরকারকেই নিতে হবে।’ তিনি বলেন, ‘২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে হেফাজতের ওপর গণহত্যা চালানো হয়। অথচ এখন সরকার বলছে, ওই রাতে কেউই মারা যায়নি। আমি ও তৎকালীন আমির শাহ আহমদ শফী লাশ দেখে অঝোরে কেঁদেছি। আলেম সমাজের কথা বলার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নাগরিক হিসেবে আমরা স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার চাই।’ সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান, সিনিয়র নায়েবে আমির খলিলুর আহমাদ কাসেমী, নায়েবে আমির মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, জসিম উদ্দিন, আবদুল আউয়াল, আহমদ আব্দুল কাদের, সরোয়ার কামাল আজিজী, জুনায়েদ আল হাবীব, মহিউদ্দিন রাব্বানী, খুরশিদ আলম কাসেমী, আব্দুল কুদ্দুস কাসেমী, হাবীবুর রহমান কাসেমী, মোবারক উল্লাহ, সাখাওয়াত হোসাইন, ফজলুল করিম কাসেমী, আশরাফ আলী নিজামপুরী, আজিজুল হক ইসলামাবাদী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হারুন ইজহার প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক