ন্যাটোভুক্ত দেশে রুশপন্থি দলের জয় – দৈনিক গণঅধিকার

ন্যাটোভুক্ত দেশে রুশপন্থি দলের জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৩ | ৬:১৩
সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ স্লোভাকিয়ায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রুশপন্থি রবার্তো ফিকোর স্মের-এসএসডি পার্টি বিজয়ী লাভ করেছে। প্রাথমিক গণনায় দেখা গেছে, ২৪ শতাংশ ভোট পেয়ে অন্যদের চেয়ে এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী রবার্তো ফিকোর দল। কিন্তু সরকার গঠনে তাকে জোটের পথে হাঁটতে হতে পারে। ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিক জান কুচিয়াক হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন ফিকো। এবার প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী তিনি পরবর্তী সরকার গঠনে জোটের আলোচনায় যেতে পারেন। ইতোমধ্যে শতভাগ জেলার নির্বাচনী ব্যালট গণনা শেষ হয়েছে। প্রাথমিক ফলাফলে স্লোভাকিয়ার সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর স্মের পার্টি ২৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে। ১৭ শতাংশ ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগ্রেসিভ স্লোভাকিয়া। ১৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ভয়েস-সোশ্যাল ডেমোক্রেসি বা হ্লাস পার্টি। এর আগে একাধিক জনমত জরিপেও ফিকোর দল এগিয়ে ছিল। এককভাবে সরকার গঠনের সম্ভাবনা খুব বেশি নেই বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর কিয়েভের দৃঢ় সমর্থক হিসেবে ভূমিকা রেখে আসছে স্লোভাকিয়া। ইউক্রেনের সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে। স্লোভাকিয়াই প্রথম দেশ হিসেবে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। একই সঙ্গে কয়েক হাজার ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কিন্তু এই পথে আর হাঁটবে না বলে ঘোষণা দিয়েছেন ফিকো। কিয়েভকে সব ধরনের সামরিক সরঞ্জাম দেওয়া বন্ধ করা হবে। এমনকি দেশটিকে ন্যাটোতে যোগদানে ভেটো দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক