‘ঠেকায়ে কারও কাছে কিছু নেইনি, কাউরে উপকার করে যদি…’: এসআই ওবায়েদুর রহমান – দৈনিক গণঅধিকার

‘ঠেকায়ে কারও কাছে কিছু নেইনি, কাউরে উপকার করে যদি…’: এসআই ওবায়েদুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ | ৫:১৬
গুলিস্তানের সার্জেন্ট আহাদ বক্সে দায়িত্ব পালনকারী কতিপয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ফুটপাতে চাঁদাবাজির এন্তার অভিযোগ। বিশেষ করে বক্সের ইনজার্চ এসআই ওবায়েদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি। হকারদের ভাষ্য-এক জায়গায় দীর্ঘদিন দায়িত্ব পালনের সুবাদে ব্যাপক চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন ওবায়েদুর। গুলিস্তানের বিস্তীর্ণ ফুটপাত ঘিরে অবৈধ আয়ের অবারিত সুযোগ থাকায় তিনি অন্যত্র বদলি হতে রাজি নন। ২০১৬ সাল থেকে অদ্যাবধি তিনি আহাদ বক্সে দায়িত্ব পালন করছেন। মাঝে একবার অন্যত্র বদলি করা হলেও কিছুদিনের মধ্যে তিনি ফের আহাদ বক্সে ফিরে আসেন। হকারদের অভিযোগ-গুলিস্তানের ফুটপাত সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ এসআই ওবায়দুরের হাতে। তার ইচ্ছার বাইরে এলাকার ফুটপাতে একবেলা বসার ক্ষমতা কারও নেই। এমনকি ফুটপাতে চাঁদাবাজির লাইনম্যানও ঠিক করে দেন ওবায়দুর। কেউ অবাধ্য হলে তাকে বেধড়ক মারধর করে পুলিশ। একপর্যায়ে বিনা নোটিশে তাকে ধরে নিয়ে আদালতে চালান দেওয়া হয়। হকারদের ভাষ্য-আহাদ বক্সের নামে তাদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা নেওয়া হয়। দোকান ভেদে চাঁদার অঙ্ক পঞ্চাশ থেকে তিনশ টাকা পর্যন্ত। কেউ টাকা না দিলে পুলিশ এসে তার চৌকি উলটে দেয়। মালামাল ফেলে দেয় রাস্তায়। এমন পুলিশি হয়রানির ভয়ে তটস্থ থাকেন সবাই। ফলে পুলিশের কাছে চাঁদার ভাগ চলে যায় স্বংয়ক্রিয় পদ্ধতিতে। বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের ফুটপাত থেকে চাঁদা তোলেন লাইনম্যান বাবুল ওরফে সর্দার বাবুল। তিনি নিজেও হকার। এলাকায় গেঞ্জির দোকান রয়েছে তার। চাঁদাবাজি প্রসঙ্গে জানতে চাইলে বুধবার বিকালে সর্দার বাবুল কাছে অকপট স্বীকারোক্তি দেন। তার দাবি, এলাকায় টিকে থাকতে তিনি পুলিশের হয়ে চাঁদা তোলেন। তা না হলে তাকে এলাকা ছাড়া হতে হবে। বাবুল বলেন, তিনি স্থানীয় হকারদের কাছ থেকে দেড় হাজার টাকা তোলেন। পরে পল্টন থানা, সার্জেন্ট আহাদ বক্স, টহল পুলিশ টাকা ভাগাভাগি করে নেয়। টাকার ভাগ পান স্থানীয় রাজনৈতিক নেতারা। আহাদ বক্সের অনারবোর্ড অনুযায়ী এসআই ওবায়েদুর রহমান ২০১৬ সালের ৩ মার্চ ইনচার্জ হিসাবে গুলিস্তানে পোস্টিং পান। টানা ৩ বছর দায়িত্ব পালনের পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তাকে বদলি করা হয়। কিন্তু ২ বছর পরই ফের তিনি পুরোনো কর্মস্থলে ফেরেন। ২০২১ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি তিনি আহাদ বক্সে দায়িত্ব পালন করছেন। হকারদের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে এসআই ওবায়েদুর রহমান মঙ্গলবার দুপুরে হকি স্টেডিয়ামের দোতলায় সঙ্গে কথা বলেন। দীর্ঘ সময় একই জাগায় কর্মরত থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা ঊর্ধ্বতন স্যারদের বিষয়। সৈয়দ নুরুল স্যার (বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি) যখন মতিঝিলের ডিসি ছিলেন তখন আমি ছিলাম আল হেলাল বক্সে। সেখান থেকে স্যার আমাকে আহাদ বক্সে নিয়ে আসেন। নুরুল স্যারকে খালি আমার নামটা বলবেন। স্যার নিজে আমাকে ডাইক্যা এখানে বসাইছে।’ চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সব মিথ্যা। ২ শতাংশ অভিযোগও সত্য নয়। এখানে ১০ হাজার লোকের কাছে আমার কথা জিজ্ঞেস করবেন, দেখবেন কেউ গালি দিতে পারবে না। হকারদের কেউ যদি অভিযোগ করে তবে সেটা তাদের মনগড়া অভিযোগ। তাহলে কি গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজি নেই এমন প্রশ্ন করলে ওবায়দুর বলেন, দ্যাখেন, এখানে রাজনৈতিক কিছু বিষয় আছে। পুলিশ চাইলেই এক রাতের মধ্যে আলাদিনের চেরাগের মতো সবকিছু ঠিক করে দেবে সেটা সম্ভব নয়। তবে বলতে পারি, এখানে এর আগেও দু-তিন জন ইনচার্জ এসেছেন তারা কেউই কিন্তু ৩-৪ মাসের বেশি টিকতে পারেনি। স্বেচ্ছাচারিতা করেছে। হ্যাঁ আমরা পুলিশ। আমাদের বিভিন্ন জায়গা মেইনটেইন করে চলতে হয়। দেখা গেছে কাউরে যদি উপকার করে...। কিন্তু আমি কাউরে ঠেকায়ে পঞ্চাশ পয়সা নিছি, আমার পুরো চাকরি জীবনে এমন নজির নেই।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক