
নিউজ ডেক্স
আরও খবর

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে

নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু

নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত

জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের শুরু : ফখরুল

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: রাজশাহীতে মেজর হাফিজ

মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এ্যাডঃ এহান উদ্দিন মনা
চারটি সাংগঠনিক জেলায় আবারও কর্মী সম্মেলন করবে ছাত্রদল

সারাদেশের সব জেলা ইউনিটে কর্মী সম্মেলন শুরু করছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এবার দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর বিভাগের চার সাংগঠনিক জেলায় কর্মী সম্মেলন করবে সংগঠনটি। বৃহস্পতিবার (১৬ মে) বিকালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামি ২৩ মে সকাল ১০ টায় ফরিদপুর মহানগরে ও দুপুর ৩ টায় ফরিদপুর জেলায় হবে কর্মী সম্মেলন।
এছাড়া পরদিন আগামি ২৪ মে কর্মী সম্মেলন হবে সকাল ১০ টায় রাজবাড়ী জেলা ও দুপুর ২ টায় মাদারীপুর জেলায়। এসব সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা, ঐক্য, প্রগতির ঝাণ্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই চলমান। এ লাড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিক্রমে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সব জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর বিভাগে ২ টি ধাপে কর্মী সম্মেলন হবে।
এর আগে প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের ৪টি ধাপে কর্মী সম্মেলন করে ছাত্রদল। এর মধ্যে ৮ মে সিরাজগঞ্জ জেলায়, ৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী জেলা ও মহানগরে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ১০ মে নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা এবং পাবনা জেলায় কর্মী সম্মেলন করে তারা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।