‘আর্টসেল’ দাপিয়ে বেড়াচ্ছে কানাডায় – দৈনিক গণঅধিকার

‘আর্টসেল’ দাপিয়ে বেড়াচ্ছে কানাডায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৪ | ১২:১৪
দেশের ব্যান্ড মিউজিকে ‘আর্টসেল’র প্রভাব ও জনপ্রিয়তা কতখানি, তা নতুন করে বলা নিষ্প্রয়োজন। দীর্ঘ ২৫ বছরের পথচলায় ব্যান্ডটি বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে। আর লাইভ কনসার্টে তাদের পারফরম্যান্স মাতিয়ে রাখে তরুণদের। একই চিত্র দেখা যাচ্ছে দূরদেশ, কানাডায়ও। ২৫ বছর পূর্তি উদযাপনে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে ব্যান্ডটি। যেটার অংশ হিসেবে বর্তমানে কানাডায় চলছে একের পর এক কনসার্ট। এরইমধ্যে ৫টি অনুষ্ঠান সেরেছেন লিংকন-ফায়সাল-জুয়েলরা। চলতি মাসেই আরও চারটি কনসার্টে অংশ নেবেন তারা। ব্যান্ডটির সূত্রে জানা গেছে, গত পাঁচটি শো’র সবগুলো ছিল সোল্ডআউট। অর্থাৎ কনসার্টের সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তাকে ঘিরে কানাডাপ্রবাসী বাঙালিদের মধ্যে এতটাই আগ্রহ যে ভ্যাঙ্কুভারে শোয়ের টিকিট মাত্র ৩ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়! পরে নিরুপায় হয়ে আয়োজকরা পরদিনই আরও একটি কনসার্টের আয়োজন করেন। চলতি মাসের বাকি সময়ে যথাক্রমে রিজাইনা, সাসকাটুন, সেইন্টজনস, নিউ ফাউন্ডল্যান্ড ও হ্যালিফ্যাক্সে কনসার্ট কবে ‘আর্টসেল’। স্মরণীয় এই সফর সম্পর্কে ব্যান্ডটির গিটারিস্ট কাজী ফায়সাল আহমেদ বলেন, ‘কানাডায় এখন পর্যন্ত আমরা যত শো করেছি সবগুলোই সোল্ডআউট গেছে। ভক্ত-শ্রোতাদের মাতামাতি দেখে আমরা রীতিমতো অভিভূত।’ আর্টসেলের ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিংকন ডি কস্তার ভাষ্য, “আমরা শোগুলোতে ‘রাহুর গ্রাস’ গানটি দিয়ে কনসার্ট শুরু করছি। প্রত্যেক শোতে দর্শক শ্রোতা আর ভক্তদের উন্মাদনায় মনে হচ্ছে ভেন্যুটি যেন ফেটে পড়ছে। যেমন টরেন্টোর শোতে সবাই বলছিলেন, সেখানে বাংলাদেশের কোনও ব্যান্ডের এত বড় এবং এনার্জেটিক শো তারা আগে দেখেনি।” কানাডার পর যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ট্যুরেও যাবে ‘আর্টসেল’। সে বিষয়ে এখন চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে বলে জানালেন ব্যান্ডটির সদস্যরা। সব ঠিক থাকলে আগামী জুলাইতে তারা আমেরিকায় যাবেন।কানাডার চেয়েও সেখানে বেশি শো হতে পারে বলে আশা প্রকাশ করছেন তারা। ‘আর্টসেল’র বর্তমান লাইনআপে আছেন- জর্জ লিংকন ডি কস্তা (ভোকাল ও গিটার), কাজী ফায়সাল আহমেদ (গিটার), ইকবাল আসিফ জুয়েল (গিটার), সায়েফ আল নাজি সেজান (বেজ গিটার) ও কাজী আশেকিন সাজু (ড্রামস)।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার