জাতীয় সংসদের পতাকার আকার বাড়ানো হচ্ছে – দৈনিক গণঅধিকার

জাতীয় সংসদের পতাকার আকার বাড়ানো হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৪ | ১১:১৬
জাতীয় সংসদের পতাকার আকার বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে দুটি আকার নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদের পক্ষ থেকে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে আকারের বিষয়ে সন্মতি মিলবে সেই আকারের পতাকা সংসদ ভবনে টানানো হবে। জাতীয় সংসদ সচিবালয় সূ্ত্র এ তথ্য জানিয়েছে। সংসদ ভবনের উত্তর ও দক্ষিণ প্লাজায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের পতাকা বিধি অনুযায়ী সংসদ ভবনে বর্তমানে ১০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থ আয়তনের পতাকা উত্তোলন করা হয়। ৯ তলা বিশিষ্ট ১৫৫ ফুট উচ্চতার বিশাল এই কমপ্লেক্সের পতাকাকে আরও দৃশ্যমান করতে এর আকার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে সংসদ সচিবালয় থেকে যে দুইটি আকার নির্ধারণ করা হয়েছে, তার একটি হলো ১৫ ফুট বাই ৯ ফুট এবং অপরটি ২০ ফুট বাই ১২ ফুট। মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম সভায় পতাকার আকার নিয়ে আলোচনা করা হয়। পরে তা চূড়ান্ত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়। সরকারের পতাকা বিধি ১৯৭২ অনুসারে বাংলাদেশের পতাকার আকার হচ্ছে ১০:৬। এক্ষেত্রে দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট। পতাকা বিধিতে ভবনে ব্যবহারের জন্য তিনটি সুনির্দিষ্ট সাইজ উল্লেখ করা আছে। তা হলো– (ক) ১০ ফুট বাই ৬ ফুট (খ) ৫ ফুট বাই ৩ ফুট এবং (গ) ২.৫ ফুট বা ১.৫ ফুট। অপরদিকে গাড়িতে ব্যবহারের জন্য দুটি আয়তনের পতাকার কথা বলা আছে তা হলো– ১৫ ইঞ্চি বাই ১০ ইঞ্চি এবং ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চি। অবশ্য, ভবনের আয়তন অনুযায়ী সরকারের অনুমতি নিয়ে আকার বাড়ানো যাবে। এ বিষয়ে বিধিতে বলা হয়– ‘সরকার ভবনের আয়তন অনুযায়ী এবং প্রয়োজনে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক রাখিয়া বড় আয়তনের পতাকা প্রদর্শনের অনুমতি প্রদান করতে পারিবে’। ১৯৮৯ সালে পতাকার আয়তন বাড়ানোর বিধানটি যুক্ত করে বিধিতে এ সংশোধন আনা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা সংসদ ভবনের দক্ষিণ ও উত্তর প্লাজার পতাকার আয়তন বড় করতে চাই। সংসদ সচিবালয় কমিশনের সভায় বিষয়টি তোলা হয়েছিল। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পতাকা বিধি অনুসারে পতাকার আকার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতির বিষয় রয়েছে। এজন্য আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমতি নিয়ে বড় আকারের পতাকা প্রদর্শন করবো। প্রসঙ্গত, ২১৫ একর জায়গা জুড়ে সংসদ কমপ্লেক্স অবস্থিত। এর মূল ভবনটি ৯টি পৃথক ব্লক দিয়ে তৈরি। মাঝের অষ্টভূজ ব্লকটির উচ্চতা ১৫৫ ফুট এবং বাকি আটটি ব্লকের উচ্চতা ১১০ ফুট। মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। সংসদের মূল প্লাজার আয়তন ৮ লাখ ২৩ হাজার বর্গফুট, দক্ষিণ প্লাজার আয়তন ২ লাখ ২৩ হাজার বর্গফুট ও উত্তর প্লাজার (রাষ্ট্রপতি প্লাজা) আয়তন ৬৫ হাজার বর্গফুট।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা