বিজেপির সবচেয়ে ভালো ফল হবে পশ্চিমবঙ্গে : মোদি – দৈনিক গণঅধিকার

বিজেপির সবচেয়ে ভালো ফল হবে পশ্চিমবঙ্গে : মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১১:১৮
আগামী ১ জুন ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। ভোট নেওয়া হবে পুরো ভারতের ৫৭টি লোকসভা আসনে। গণনা আগামী ৪ জুন। সপ্তম দফার ভোটের নির্বাচনী প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার, ৩০ মে। ওইদিনই তামিলনাড়ুর কন্যাকুমারী সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল হলে প্রাণায়াম/ধ্যানে (মেডিটেশন) বসবেন নরেন্দ্র মোদি। দু'দিন ধরে চলবে তার এই ধ্যান, ৩০ জুন থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন মোদি। এদিকে শেষ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মবিশ্বাসী যে চলমান ২০২৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সবচেয়ে ভালো ফল করবে। শুধু তাই নয়, তার দাবি এ রাজ্যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস অস্তিত্বের জন্য লড়াই করছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই'কে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গলবার (২৮ মে) এসব কথা বলেন নরেন্দ্র মোদি। মোদি বলেন, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে তা এক তরফা হচ্ছে। রাজ্যের মানুষ, ভোটাররা একে নেতৃত্ব দিচ্ছে। তার ফলে সরকার পক্ষ এবং শাসক দল তৃণমূলের কর্মী সমর্থকরা খুবই ভেঙে পড়েছে, ভুলভাল বকছে। নির্বাচনের আগে বিজেপি কর্মকর্তাদের জেলে প্রেরণ করেছে, হামলার ঘটনা ঘটছে। এই সমস্ত অত্যাচারের পরেও বেশি সংখ্যায় মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ফলে ভোটারের হারও এবার বৃদ্ধি পেয়েছে। নরেন্দ্র মোদির অভিমত, পশ্চিমবঙ্গের নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। আপনারা হয়তো গত ২০২১ সালের বিধানসভার নির্বাচন দেখেছেন। ওই নির্বাচনে আমাদের ৩ থেকে ৮০টি আসন হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এরাজ্য থেকে আমরা বিপুল সমর্থন পেয়েছিলাম। চলমান নির্বাচনেও এ রাজ্যে সবচেয়ে ভালো ফল করতে চলেছে বিজেপি। বিজেপি খুব ভালো ফল করবে পশ্চিমবঙ্গে।' ২০১৪ সালের নির্বাচনে মাত্র ২টি লোকসভার আসনে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের মধ্যে বিজেপি ১৮টি আসনে জয় পেয়েছিল, ২২ আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস। এছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭ আসনে জিতেছিল বিজেপি, অথচ ২০১৬ সালের নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র ৩।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন গাংনীতে ৩ প্রতিষ্ঠানে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন মুরাদনগরে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন সিআইপি নির্বাচিত হলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার