
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
যুক্তরাষ্ট্রের উইকেটে বাড়তি সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ- সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য ‘সেকেন্ড হোম’ যুক্তরাষ্ট্র। ২০১২ সালে বিয়ের পর থেকে বাংলাদেশি অলরাউন্ডারের সেখানে নিয়মিত যাওয়া আসা। ওখানেই থাকছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার সন্তানেরা। এবার সেখানেই বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের দুটি খেলবে। নাজমুল হোসেন শান্তর দল সেখানে হোম অ্যাডভান্টেজ পাবে বিশ্বাস বাঁহাতি অলরাউন্ডারের।
যুক্তরাষ্ট্রের কন্ডিশন সাকিবের ভালো জানাশোনা। সেখানকার উইকেটে বাড়তি সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ, এমনটাই মনে কেরন তিনি। শুক্রবার বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা, এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।’
আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের প্রচুর সমর্থন পাবে বাংলাদেশ, এই বিশ্বাস সাকিবের, ‘প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে অপেক্ষা করছে। আশা করি তারা পূর্ণ সমর্থন দেবে আমাদের। তাদের এই সমর্থন আমাদের কাজে আসবে এবং আমরা ভালো ফল পেতে সমর্থ হবো।’
অবশ্য বাংলাদেশের যুক্তরাষ্ট্রের কন্ডিশনে অভিজ্ঞতা ভালো হয়নি। সম্প্রতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে। তৃতীয় ও শেষ ম্যাচে অনিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া আমেরিকার বিপক্ষে ১০ উইকেটে জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় তারা।
সাকিবও এই সিরিজে জ্বলে উঠতে পারেননি। দুই ইনিংসে ব্যাট করে ৩৬ রান করেছেন, তিন ম্যাচে উইকেট নেন মাত্র একটি। তাতে শীর্ষ টি-টোয়েন্টি অলরাউন্ডারের স্থানটি হারিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা।
আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ জুন নিউ ইয়র্কে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তারপর ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে গ্রুপের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।