
নিউজ ডেক্স
আরও খবর

ধর্ষণ মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা
দেশের পর্দায় মুক্তি পেলো জাহ্নবী-রাজকুমারের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

মাঝে শোনা গিয়েছিল, চলচ্চিত্রের ১৯ সংগঠন এই আমদানিতে সায় দিচ্ছে না। ফলে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। তবে সর্বশেষ খবর হলো, সংগঠনের অনুমতি তো বটে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েই দেশের পর্দায় উঠেছে ছবিটি। আজ শুক্রবার (৩১ মে) বিকাল থেকে দেশের ২৬টি প্রেক্ষাগৃহে এই ছবি দেখা যাচ্ছে বলে জানালেন অনন্য মামুন।
যদিও হলের পুরো তালিকা এখনও প্রকাশ করেননি এই পরিবেশক। তবে লায়ন সিনেমাস, সিলভার স্ক্রিন, ব্লকবাস্টার সিনেমাস-সহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের শো শিডিউলে ছবিটির নাম দেখা গেছে।
এছাড়া ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র বিপরীতে ভারতে কোন ছবিটি পাঠানো হয়েছে, সেই তথ্যও রেখেছেন আড়াল। অবশ্য এর আগেও যত হিন্দি ছবি দেশে মুক্তি পেয়েছে, সাফটা চুক্তি মোতাবেক সেগুলোর বিপরীতে বাংলাদেশের কোনও ছবি ভারতে মুক্তির খবর পাওয়া যায়নি।
সেন্সর প্রদর্শনীতে দেখার পর নতুন এই ছবি নিয়ে মামুন বলেছেন, ‘কী সুন্দর গল্প! ফাইট নাই, অগোছালো ডায়ালগ নাই, তাও কী সুন্দর গল্পের সিনেমা দেখলাম। পরিবার নিয়ে দেখার সিনেমা, বিশেষ করে মেয়ে বাচ্চাদের নিয়ে একবার হলেও সিনেমাটা দেখা দরকার।’
উল্লেখ্য, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নির্মাণ করেছেন শরণ শর্মা। এর গল্পটা আবর্তিত হয়েছে মহেন্দ্র ও মহিমা নামের এক দম্পতিকে ঘিরে। যারা দুজনেই ক্রিকেট ভীষণ ভালোবাসেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। আরও আছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি প্রমুখ। করন জোহরের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।