ভেঙে গেছে অর্জুন-মালাইকার সংসার – দৈনিক গণঅধিকার

ভেঙে গেছে অর্জুন-মালাইকার সংসার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৪ | ৫:২৪
একদিকে সামাজিক চাপ, অন্যদিকে বয়সের ব্যবধান, ভালোবাসায় কোনও দিকেই ভ্রূক্ষেপ করেননি বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী-নৃত্যশিল্পী মালাইকা আরোরা। দীর্ঘ দিন ধরেই তারা সম্পর্কে জড়িয়ে ছিলেন। তবে বর্তমানে তার তাদের মধ্যে সম্পর্ক নেই বলে জানা গেছে। একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে গণমাধ্যমকে। মালাইকা ও অর্জুন পরস্পরের প্রতি সম্মান রেখেই আলাদা হয়ে গেছেন। একটি সূত্রের ভাষ্য, ‘অর্জুন-মালাইকার মধ্যে একটা বিশেষ সম্পর্ক ছিল। আগামীতেও তারা একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি নিয়ে দুজনেই চুপ থাকবেন। কেউ তাদের সম্পর্ক নিয়ে অহেতুক চর্চা করুক, এটা তারা চান না।’ তাদের সম্পর্ক নিয়ে সূত্রটি আরও বলেছে, ‘ভালোবাসাময় একটা দীর্ঘ সম্পর্ক ছিল তাদের মধ্যে, কিন্তু সেটা ফুরিয়ে গেছে। তারা প্রত্যাশা করছেন, বিষয়টি উপলব্ধি করে ভক্ত-দর্শক তাদের প্রতি ইতিবাচক মনোভাব রাখবেন।’ উল্লেখ্য, ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা আরোরা (৫০)। দীর্ঘ ১৯ বছর সংসারের পর তারা বিবাহ বিচ্ছেদ করেন ২০১৭ সালে। এর এক বছর আগে থেকেই অর্জুন কাপুরের (৩৮) সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। তবে মালাইকার ৪৫তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় প্রেমময় পোস্টের মাধ্যমে বিষয়টি তারা নিশ্চিত করেন। এরপর থেকে দুজনেই রাখঢাক না করে সম্পর্ক চালিয়ে এসেছেন। এছাড়া করন জোহরের অনুষ্ঠানে এসেও প্রেম জীবন নিয়ে খোলামেলা আলাপ করেছিলেন অর্জুন। এদিকে অর্জুন কাপুরকে আগামীতে দেখা যাবে রোহিত শেঠি নির্মিত আকাঙ্ক্ষিত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’-এ। এতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তার হাতে রয়েছে ‘নো এন্ট্রি ২’ ছবির কাজও। অন্যদিকে মালাইকা টিভি পর্দার কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা