নিউজ ডেক্স
আরও খবর
কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
নিখোঁজ বিজ্ঞপ্তি
কুষ্টিয়া সরকারি কলেজে ‘গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ পালিত
আমলা সরকারি কলেজে র্যালি ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ অনুষ্ঠিত
মিরপুরে ৫ আগস্ট উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা
কুমারখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পদে দেখতে চাই নিশান শেখ শাওন কে
কুষ্টিয়ায় মাদকসহ হাসপাতাল পরিচালকের গাড়িচালক আটক
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক রফিকুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক সঞ্জয় কুমার রুদ্রকে মাদক সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত সঞ্জয় কুমার রুদ্র চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহম্মদপুর গ্রামের শিবুপদ রুদ্রের ছেলে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে হাসপাতালের গ্যারেজের সামনে থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সের গ্যারেজের সামনে যায়। সেখানে গিয়ে রুদ্রের প্যান্টের পকেট থেকে ১শ ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ২৯(ক)/৪১।একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। মামলা নং-৫৫/২১৮, তারিখ ৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ। এই মামলায় একজন আসামি পলাতক রয়েছেন।
এছাড়াও হাসপাতাল কর্মকর্তা ও চিকিৎসকের গাড়ী নিরাপদ ভেবে তিনি নিয়মিত এই গাড়ীতে মাদক পরিবহন করে বলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়। তাছাড়া মাদক ব্যবসার সাথে ওই কর্মকর্তাও জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে সূত্রটি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক গাড়ি চালক জানান, পরিচালক স্যার নিজের ব্যক্তিগত গাড়িতে চলাচল করে থাকেন। স্যারের নোহা নিউ মডেলের একটি গাড়ি রয়েছে। সেই গাড়ির ড্রাইভার ছিলেন সঞ্জয় কুমার রুদ্র (৩০)।
এবিষয়ে জানতে চাইলে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রফিকুল ইসলাম বলেন, সঞ্জয় কুমার রুদ্র ৭/৮ মাস ধরে আমার গাড়ি চালান। আমি কখনোই বুঝতে পারিনি সে এধরনের কাজ করবে। আমি বুঝতে পারলে কখনোই তাকে আমার ড্রাইভার হিসেবে রাখতাম না। তিনি আরো বলেন, এরা সুযোগ নিয়েছে আমি একটা বড় কর্মকর্তা আমার গাড়ি কেউ আটকায় না এই সুযোগ ওরা নিয়েছে। এদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। এদের বিষয়ে আমার কোন সুপারিশ নেই।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।