কুষ্টিয়ায় মাদকসহ হাসপাতাল পরিচালকের গাড়িচালক আটক – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় মাদকসহ হাসপাতাল পরিচালকের গাড়িচালক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৪ | ১১:০৭
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক রফিকুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক সঞ্জয় কুমার রুদ্রকে মাদক সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত সঞ্জয় কুমার রুদ্র চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহম্মদপুর গ্রামের শিবুপদ রুদ্রের ছেলে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে হাসপাতালের গ্যারেজের সামনে থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সের গ্যারেজের সামনে যায়। সেখানে গিয়ে রুদ্রের প্যান্টের পকেট থেকে ১শ ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ২৯(ক)/৪১।একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। মামলা নং-৫৫/২১৮, তারিখ ৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ। এই মামলায় একজন আসামি পলাতক রয়েছেন। এছাড়াও হাসপাতাল কর্মকর্তা ও চিকিৎসকের গাড়ী নিরাপদ ভেবে তিনি নিয়মিত এই গাড়ীতে মাদক পরিবহন করে বলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়। তাছাড়া মাদক ব্যবসার সাথে ওই কর্মকর্তাও জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে সূত্রটি। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক গাড়ি চালক জানান, পরিচালক স্যার নিজের ব্যক্তিগত গাড়িতে চলাচল করে থাকেন। স্যারের নোহা নিউ মডেলের একটি গাড়ি রয়েছে। সেই গাড়ির ড্রাইভার ছিলেন সঞ্জয় কুমার রুদ্র (৩০)। এবিষয়ে জানতে চাইলে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রফিকুল ইসলাম বলেন, সঞ্জয় কুমার রুদ্র ৭/৮ মাস ধরে আমার গাড়ি চালান। আমি কখনোই বুঝতে পারিনি সে এধরনের কাজ করবে। আমি বুঝতে পারলে কখনোই তাকে আমার ড্রাইভার হিসেবে রাখতাম না। তিনি আরো বলেন, এরা সুযোগ নিয়েছে আমি একটা বড় কর্মকর্তা আমার গাড়ি কেউ আটকায় না এই সুযোগ ওরা নিয়েছে। এদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। এদের বিষয়ে আমার কোন সুপারিশ নেই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা গোসলে নেমে নিখোঁজ, সোহানার খোঁজ মিললো সাবেক স্বামীর বাসায় কুমারখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পদে দেখতে চাই নিশান শেখ শাওন কে মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এ্য‌াডঃ এহান উদ্দিন মনা কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই