
নিউজ ডেক্স
আরও খবর

ধর্ষণ মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা
শিহাব শাহীনের গোলাম মামুন মুক্তি পাবে ১৩ জুন

আলোচিত সিরিজ ‘সিন্ডিকেট’ ও ‘বুকের মধ্যে আগুন’-এর দুটি আলাদা চরিত্র। এর মধ্যে নাসির উদ্দিন খানকে নিয়ে স্পিন অফ সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নির্মাণ করে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন শিহাব শাহীন।
অন্যদিকে ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে দেখা গিয়েছিল মামুন চরিত্রের এক পুলিশ কর্তাকে। যিনি চেষ্টা চালান এক নায়কের অকাল মৃত্যুরহস্য উদ্ধারের। যদিও সিরিজটি মুক্তির পরই সালমান শাহ ভক্ত-স্বজনদের তোপের মুখে পড়েন সংশ্লিষ্টরা। ফলে গোলাম মামুন চরিত্রে অসাধারণ অভিনয় করেও অভিনেতা অপূর্ব অনেকটা শূন্য হাতেই ঘরে ফেরেন।
আশার কথা, সেই পুলিশ কর্তা গোলাম মামুন ফের ফিরছেন হইচই পর্দায়। এবারও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। স্পিন অফ সিরিজটি নির্মাণ করেছেন সময়ের ওটিটি হিট মেকার শিহাব শাহীন। সিরিজটির নামও ‘গোলাম মামুন’।
আগামী ২ জুন সিরিজটির তিন মিনিটের ট্রেলার উন্মুক্ত হয় আনুষ্ঠানিক আয়োজনে। যেখানে নানা গেটআপে দেখা গেছে গোলাম মামুন চরিত্রে দুর্ধর্ষ পুলিশ কর্তা অপূর্বকে। আরও আছেন ইমতিয়াজ বর্ষণ, সাবিলা নূর, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, নাজমুস সাকিব, নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার, দীপক কুমার গোস্বামীসহ অনেকে।
আগামী ১৩ জুন হইচই-এ মুক্তি পাচ্ছে ৮ পর্বের ‘গোলাম মামুন’।
জিয়াউল ফারুক অপূর্ব সিরিজটি নিয়ে বেশ উৎসাহিত। তিনি বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন বেশ আলাদা। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের। সিরিজটি রিলিজের আগে আমি এর থেকে বেশি কিছু বলবো না। তবে এতটুকু বলতে পারি, যেভাবে গোলাম মামুন-এর গল্প বলা হয়েছে, দর্শক তা দেখে পছন্দ করবেনই।’
হইচই-এ প্রথমবারের মতো কাজ করলেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘আমি এই সিরিজটার মাধ্যমে সমাজের কোনও সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরতে চাইনি। একই পরিস্থিতিতে পুরুষ ও নারীর স্ট্রাগলের ভিন্নতার কথা খুব সাধারণভাবে বলতে চেয়েছি। ট্রেলারটি দেখে দর্শকের উৎসাহ-প্রত্যাশা বাড়াবে।’
নির্মাতা এটাও জানান, এখানে আমি একজন পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে তুলে ধরেছি। কোনও তারকার জীবন-মৃত্যু নয়।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।