শিহাব শাহীনের গোলাম মামুন মুক্তি পাবে ১৩ জুন – দৈনিক গণঅধিকার

শিহাব শাহীনের গোলাম মামুন মুক্তি পাবে ১৩ জুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৪ | ১১:২৩
আলোচিত সিরিজ ‘সিন্ডিকেট’ ও ‘বুকের মধ্যে আগুন’-এর দুটি আলাদা চরিত্র। এর মধ্যে নাসির উদ্দিন খানকে নিয়ে স্পিন অফ সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নির্মাণ করে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন শিহাব শাহীন। অন্যদিকে ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে দেখা গিয়েছিল মামুন চরিত্রের এক পুলিশ কর্তাকে। যিনি চেষ্টা চালান এক নায়কের অকাল মৃত্যুরহস্য উদ্ধারের। যদিও সিরিজটি মুক্তির পরই সালমান শাহ ভক্ত-স্বজনদের তোপের মুখে পড়েন সংশ্লিষ্টরা। ফলে গোলাম মামুন চরিত্রে অসাধারণ অভিনয় করেও অভিনেতা অপূর্ব অনেকটা শূন্য হাতেই ঘরে ফেরেন। আশার কথা, সেই পুলিশ কর্তা গোলাম মামুন ফের ফিরছেন হইচই পর্দায়। এবারও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। স্পিন অফ সিরিজটি নির্মাণ করেছেন সময়ের ওটিটি হিট মেকার শিহাব শাহীন। সিরিজটির নামও ‘গোলাম মামুন’। আগামী ২ জুন সিরিজটির তিন মিনিটের ট্রেলার উন্মুক্ত হয় আনুষ্ঠানিক আয়োজনে। যেখানে নানা গেটআপে দেখা গেছে গোলাম মামুন চরিত্রে দুর্ধর্ষ পুলিশ কর্তা অপূর্বকে। আরও আছেন ইমতিয়াজ বর্ষণ, সাবিলা নূর, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, নাজমুস সাকিব, নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার, দীপক কুমার গোস্বামীসহ অনেকে। আগামী ১৩ জুন হইচই-এ মুক্তি পাচ্ছে ৮ পর্বের ‘গোলাম মামুন’। জিয়াউল ফারুক অপূর্ব সিরিজটি নিয়ে বেশ উৎসাহিত। তিনি বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন বেশ আলাদা। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের। সিরিজটি রিলিজের আগে আমি এর থেকে বেশি কিছু বলবো না। তবে এতটুকু বলতে পারি, যেভাবে গোলাম মামুন-এর গল্প বলা হয়েছে, দর্শক তা দেখে পছন্দ করবেনই।’ হইচই-এ প্রথমবারের মতো কাজ করলেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘আমি এই সিরিজটার মাধ্যমে সমাজের কোনও সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরতে চাইনি। একই পরিস্থিতিতে পুরুষ ও নারীর স্ট্রাগলের ভিন্নতার কথা খুব সাধারণভাবে বলতে চেয়েছি। ট্রেলারটি দেখে দর্শকের উৎসাহ-প্রত্যাশা বাড়াবে।’ নির্মাতা এটাও জানান, এখানে আমি একজন পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে তুলে ধরেছি। কোনও তারকার জীবন-মৃত্যু নয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা