ইউক্রেন যুদ্ধ ও গাজা ইস্যু নিয়ে আলোচনা করবেন ম্যাক্রোঁ-বাইডেন – দৈনিক গণঅধিকার

ইউক্রেন যুদ্ধ ও গাজা ইস্যু নিয়ে আলোচনা করবেন ম্যাক্রোঁ-বাইডেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ৫:৪৪
ডি-ডে-এর ৮০তম বার্ষিকী উদযাপন শেষে শনিবার (৯ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিন বাণিজ্য, ইসরায়েল ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন তারা। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনটিতে বলা হয়, নীতি বিষয়ক ইস্যু নিয়ে আলোচনার আগে দুই নেতা সস্ত্রীক আইকনিক আর্ক দি ট্রায়মফে একটি স্বাগত অনুষ্ঠানে এবং অ্যাভিনিউ দেস চ্যাম্পস-এলিসিনের নিচে একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর পর একসঙ্গে নৈশভোজ করবেন তারা। ২০২২ সালে হোয়াইট হাউজে একটি রাষ্ট্রীয় সফরে ম্যাক্রোঁকেও স্বাগত জানিয়েছিলেন বাইডেন। এর আগে, সাংবাদিকদের মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘ফ্রান্স আমাদের অতি পুরনো ও ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি।’ এসময় তিনি জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা ও জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সরবরাহ চেইন পর্যন্ত নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বাইডেন ও মাক্রোঁ। দেশগুলো সামুদ্রিক আইন প্রয়োগে একসঙ্গে কাজ করার পরিকল্পনা ঘোষণা করবে বলে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবির মন্তব্যে জানিয়েছেন। এমনকি মার্কিন কোস্ট গার্ড ও ফরাসি নৌবাহিনীর বর্ধিত সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। বাইডেন ও ম্যাক্রোঁ ন্যাটোকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন বলেও আশা করা হচ্ছে। উভয় দেশই ইউক্রেনকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিয়েভের সহযোগিতায় জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করার পরিকল্পনায় এখনও সম্মতি জানাননি তারা। মঙ্গলবার মার্কিন ট্রেজারি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির জি৭ মিত্ররা এই আলোচনায় অগ্রগতি করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক