সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ – দৈনিক গণঅধিকার

সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ১১:২৯
পুলিশের সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পদের রিসিভার নিয়োগ করেছেন আদালত। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এই রিসিভার নিয়োগ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত রিসিভার নিয়োগ করে আদেশ দেন। সম্পত্তি তত্ত্বাবধানে দায়িত্ব পেলেন যারা: গোপালগঞ্জ ও মাদারীপুরের রাজৈর উপজেলায় অবস্থিত স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা; কক্সবাজারের স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের জেলা প্রশাসক; মাদারীপুরের শিবচর উপজেলার স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা; ঢাকার সাভার উপজেলার স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা; ঢাকা গুলশানে অবস্থিত চারটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে রিসিভার নিয়োগ করা হয়। আদেশে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়োগকৃত রিসিভারকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। আদেশে আরও বলা হয়, নিযুক্ত রিসিভার তফসিলে বর্ণিত সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব দুই মাস অন্তর আদালতকে অবহিত করাসহ আয়কৃত অর্থ তফসিলি ব্যাংকে জমা প্রদান এবং সার্ভিস চার্জ বাদে আদায় করা টাকার আয়-ব্যয়ের হিসাবসহ সমুদয় তথ্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী ছয় মাস পরপর আদালতকে কমিশনের মাধ্যমে লিখিতভাবে জানাতে হবে এবং আইন ও বিধি মোতাবেক রিসিভার কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া বর্ণিত সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও জেলায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা