‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে দলের কেউ চিন্তিত নয়’ : শান্ত – দৈনিক গণঅধিকার

‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে দলের কেউ চিন্তিত নয়’ : শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৪ | ১১:২১
বাংলাদেশ ক্রিকেটের বিজ্ঞাপন সাকিব আল হাসান। কিন্তু সাম্প্রতিক সময়ে নিজের ছায়া হয়েই আছেন তিনি। প্রত্যাশা মতো পারফরম্যান্স নেই। নেই পুরোনো সেই ধার। ভক্ত সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন বলে কেউ কেউ তার নামের পাশে ফুলস্টপ বসিয়ে দিচ্ছেন। ভক্ত সমর্থকদের পাশাপাশি সাবেক ও বর্তমান দেশি-বিদেশি ক্রিকেটাররাও সাকিবের ফর্ম নিয়ে কথা বলছেন। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ব্যাপারে মোটেও কথা বলতে আগ্রহী হলেন না! যুক্তরাষ্ট্রে টি-টোয়েয়ন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারেনি। ২ ম্যাচে একটি জয় নিয়ে সুপার এইটের মিশনে খুব ভালো ভাবেই আছে শান্তর দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে তারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিবের প্রসঙ্গও। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের দুই ম্যাচে ব্যাট ও বল হাতে ব্যর্থ হয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ৩০ রানে ছিলেন উইকেটশূন্য, ব্যাট হাতে করেছেন ৮ রান। দুইদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। বল হাতে এক ওভারে ৬ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। ব্যাট হাতে ৩ রানের বেশি করতে পারেনি। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে চার ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন সাকিব। তারপরও সাকিবের বাজে ফর্ম নিয়ে কথা বলতে আগ্রহী নন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে দলের কেউ চিন্তিত নয়। এটা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না। জানি বছরের পর বছর তিনি কেমন পারফরম্যান্স করেছেন। মানুষ কী প্রত্যাশা করছেন, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ তিনি কী আশা করছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কঠোর পরিশ্রম করছেন। বলবো না যে তিনি ফিরে আসবেন। তিনি ভালো অবস্থাতেই আছেন।’ তাহলে সাকিবের চোখের সমস্যা কারণেই খেলতে সমস্যা হচ্ছে? এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘চোখের সমস্যা মনে হয় না, সব ঠিকঠাক আছে। অনুশীলনে সবকিছুতেই স্বাচ্ছন্দে আছেন। এই সংস্করণে এক–দুই সংস্করণে খারাপ যেতেই পারে। অধিনায়ক হিসেবে বাড়তি চাপ অনুভব করছি না। আমি জানি তিনি নিজেও তেমন কোনও চাপ অনুভব করছেন না। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়, খুব ভালোভাবে ফিরে আসবেন।’ শুধু সাকিবই নন, দলের বেশির ভাগ ব্যাটসম্যানই রানের মধ্যে নেই। কেবল তাওহীদ হৃদয় এবং মাহমুদউল্লাহই দলকে টানছেন। লঙ্কানদের বিপক্ষে লিটন ভালো করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে শটে আউট হয়েছেন। এই অবস্থায় আগের দুই ম্যাচেই চাপে পড়তে হয়েছে দলকে। লঙ্কানদের বিপক্ষে অতিকষ্টে জয়ের দেখা পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটিও পারেনি বাংলাদেশ। ডাচদের বিপক্ষে ভালো করতে হলে টপ অর্ডারকে জ্বলে উঠতেই হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা