ভ্রমণ ভিসায় হজ পালনের চেষ্টাকারীদের ফেরত পাঠালো সৌদি-আরব – দৈনিক গণঅধিকার

ভ্রমণ ভিসায় হজ পালনের চেষ্টাকারীদের ফেরত পাঠালো সৌদি-আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৪ | ১১:৩৩
অবৈধ হজযাত্রী মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এর অংশ হিসেবে ভিজিট ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করা আড়াই লাখের বেশি মানুষকে ফিরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার (১৪ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র কর্নেল তালাল আল-শালহুব আবারও সতর্ক করে বলেছেন, ভিজিট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবেন না। সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটস এ খবর জানিয়েছে। মিনায় এক সংবাদ সম্মেলনে কর্নেল তালাল আল শালহুব আরও জানান, হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পবিত্র স্থানগুলোর চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী বজায় রাখবে সৌদি নিরাপত্তা সংস্থাগুলো। তিনি বলেন, নিরাপত্তা কর্তৃপক্ষ হজযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে-এমন প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। যে কেউ এই প্রচেষ্টার লঙ্গন করলে তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তালাল আল শালহুব আরও জানান, গত ২৯ এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত অন্তত ১৬০টি জাল ভিসা জব্দ করা হয়েছে। চলতি বছর ভিজিট ভিসা নিয়ে অবৈধভাবে হজের চেষ্টা করা ২ লাখ ৫৬ হাজার ৪৮১ জনকে সৌদি আরব সরকার ফিরিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া গত ৪ মে থেকে শুক্রবার পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ৩৮১ জন অনাবাসীকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। গত ৪ মে থেকে শুক্রবার পর্যন্ত অন্তত ১ লাখ ৩৫ হাজার ৯৮টি অননুমোদিত যানবাহন মক্কার প্রবেশমুখ থেকে ফেরত পাঠানো হয়েছে। ১৯ এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত মক্কা শহরে অন্তত ৬ হাজার ১৩৫ আবাসিক, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা সুরক্ষা বিধি লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা