
নিউজ ডেক্স
আরও খবর

হিজাব-নিকাব পরা ছাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত ঢাবির

শিক্ষকদের সুখবর দিয়ে গেলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’

সরকারি প্রাথমিকে ৬৫৩১ শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন আজ, যোগদান ১২ মার্চ

প্রাথমিকের তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষককে যোগদানের ঘোষণা

প্রাথমিকের নিয়োগবঞ্চিত শিক্ষকদের প্রতীকী ফাঁসি!

চবির ১০ ছাত্রী বহিষ্কার, প্রক্টরের সঙ্গে নেতার কথোপকথনের স্ক্রিনশট ফাঁস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুমতি ব্যাতীত বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে রাবির ও বহিরাগত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এদিকে, বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এর মধ্যেই রাবি ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, পোষ্য কোটা বাতিল সহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি ও বাইরের অর্ধ-শতাধিক শিক্ষার্থী। বিকালের দিকে এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়কদের মধ্যে শুধু একজনের অংশগ্রহণ এবং বহিরাগতদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।