নিউজ ডেক্স
আরও খবর
বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল
বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ?
মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫
কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০
বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা
বগুড়ায় মাদকবিরোধী অভিযান আরও বেগবান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এক অভিযানে গাঁজা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাসওয়ার তানজামুল হল।
গ্রেফতারকৃতরা হলেন,বেলাল হোসেন (৪০), কান্টু (৩৫), রাজু আহম্মেদ (২৩), আব্দুর সবুর (২৩), সাকিব (১৯) ও রুবায়েত হাসান (২৬),তানজিদ সরকার (২৮)।
অভিযানকালে মোট ১১০ গ্রাম গাঁজা ও ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় বিচারিক কার্যক্রম শেষে অপরাধের মাত্রা বিবেচনায় ৩ জনকে ৩ দিনের, ২ জনকে ৫ দিনের এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ টাকা করে মোট ৩৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাসওয়ার তানজামুল হল বলেন,“সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন,“মাদক নির্মূলে ডিএনসি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কারও প্রভাব, পরিচয় বা চাপ কোনোভাবেই বিবেচনায় নেওয়া হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন,“জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। সন্দেহজনক তথ্য পেলে ডিএনসিকে জানাতে অনুরোধ করছি।”
ডিএনসি জানায়, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য—এই প্রত্যয় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।