আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়

৮ জুন, ২০২৫ | ১০:৫৬ অপরাহ্ণ
মোঃআরিফুল ইসলাম , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় ঘুরতে আসা মানুষের ঢল নামে। পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে সময় কাটাতে ভিড় করেন শত শত মানুষ।এ সময় জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করেন শোন্ধাহ পুলিশ ক্যাম্পের এএসআই সুজয়ের নেতৃত্বাধীন একটি টিম। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সজাগ থেকে ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখেন। নির্ধারিত সময় পার হলে পুলিশ সদস্যরা ভদ্রভাবে সাধারণ মানুষকে নিরাপদে বাড়ি ফেরার অনুরোধ জানান। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “পুলিশ ভাইয়েরা খুব আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন, আমাদের ভালো লেগেছে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদসহ যেকোনো উৎসব-অনুষ্ঠানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা প্রস্তুত। আটিগ্রামবাসী পুলিশের এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।