ভালোবাসা দিবসে বাংলাভিশনের আয়োজন

১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার ভিন্ন ভিন্ন রঙের গল্প নিয়ে এবার বাংলাভিশন বিশেষ আয়োজন করেছে। ভালোবাসার দিনে বাংলাভিশনের পর্দা থাকবে শুধু ভালোবাসাময়। এ দিন প্রচারিত হবে একাধারে তিনটি ভালোবাসার নাটক। ভালোবাসার প্রথম অনূভুতি নিয়ে নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘মাই ফার্স্ট লাভ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘মাই ফার্স্ট লাভ’নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও পায়েল। নাটকটি প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। ভালোবাসার মধ্যে আনন্দের পাশাপাশি অভিমান ও থাকে। অতিরিক্ত অভিমানের কারণে এক সময় মনে হয় ভালোবাসাকে বিরক্তিকর। এমই একটি গল্প নিয়ে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে আরো একটি বিশেষ একক নাটক ‘আই হেইট ইউ ভ্যালেন্টাইনস’। বি ইউ শুভ পরিচালিত নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও পায়েল। বিশেষ অনুষ্ঠানমালায় এবার রয়েছে বিশেষ একক নাটক ‘টোনাটুনি ম্যারেজ মিডিয়া’। নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা নিলয় আলমগীর ও হিমি। এটি প্রচার হবে রাত ১০টা ৫৫ মিনিটে। ভালোবাসা দিবসে বাংলাভিশনের বিশেষ আয়োজনে ১৫ ফেব্রুয়ারি বুধবার থাকছে বিশেষ একক নাটক ‘চৌধুরী’। মাইদুল রাকিব পরিচালিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও শখ। বাংলাভিশনের পর্দায় নাটকটি দর্শক দেখবেন বুধবার রাত ৮টা ১৫মিনিটে। বুধবার রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ একক নাটক ‘খাঁচা’। ভালোবাসার এই খাঁচাকে কেন্দ্র করেই এ অপূর্ব প্রেমের সৃষ্টি হয়েছে নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টির মধ্যে। প্রীতি দত্ত পরিচালিত নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টি। বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে বাংলাভিশনে রয়েছে বিশেষ একক নাটক ‘এভাবেই ভালোবাসা হয়’। মেজবাহ উদ্দিন সুমন রচিত নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন জোভান ও সাফা কবির।