শুদ্ধভাবে বলব কথা

১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

প্রত্যেক জাতিরই নিজস্ব ভাষা আছে। যা তাদের আত্মপরিচয়ের ধারক ও বাহক। বাংলা ভাষা বাঙালিরও তেমনি একটি নিজস্ব ভাষা। আর ইতিহাসের-ঐতিহ্যের ধারায় এই বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদের সময় থেকে বিবেচনা করলেও তা হাজার বছর অতিক্রম করেছে। আর একটি দেশের ভাষা একটি জাতির জন্য আত্মপরিচয় বহনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই যে হাজার বছরের ঐতিহ্যে লালিত ভাষা যার শিরা আর ধমনীতে প্রবাহিত হচ্ছে বহুদিনের ইতিহাস; তাকে বর্তমানে যথেচ্ছ ব্যবহারের বিষয়টি সত্যি দুঃখজনক! বিভিন্ন টিভি আর এফএম রেডিও সব জায়াগাতে ভাষার বিশুদ্ধতার অভাব। উপস্থাপক থেকে শুরু করে কলাকুশলী কেউ বাদ নেই এই ভাষা বিকৃতি করবার ক্ষেত্রে। অথচ এসব গণমাধ্যমই জনমনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কিন্তু বৃহত্তর এসব গণমাধ্যমে ভাষা-বিকৃতি খুবই শ্রুতিকটু। বিভিন্ন নাটক সিনেমাতেও নেই শুদ্ধ ভাষার পরিচর্যা, যা দেখে বা শুনে মানুষ ভালো বিষয়টি উপলব্ধি করতে পারবে। মানুষ তার কথাবার্তায় ব্যবহার করতে পারবে তার ব্যক্তিগত জীবনে। এসব এখন বলেকয়েও থামানো যাচ্ছে না। এতে মূলত মাতৃভাষা বাংলারই সৌন্দর্যহানি ঘটছে। আর গণমাধ্যমের প্রভাববিস্তারকারী শক্তিশালী দিকটিও ঠিকমতো ব্যবহার হচ্ছে না। আর এতে করে বাংলা ভাষা হারাচ্ছে তার স্বকীয়তা। ফেব্রুয়ারি মাস এলে কিছুদিন ভাষাকে নিয়ে নানা রকম সভা-সেমিনার হয়। কিন্তু সারাবছর এর থেকে তারাই আবার যোজন যোজন দূরত্ব রক্ষা করে চলে। এতে মাতৃভাষা বাংলার মূল্যায়ন তো হয়ই না বরং পরিহাসের বিষয় হয়ে দাঁড়ায়। এভাবে মূলত বাংলা ভাষার মাধুর্য হারিয়ে যাচ্ছে। আর এতে করে ভাষা দূষণের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দেশি ভাষার অনেক শব্দের পরিবর্তে বিদেশী ভাষার আগ্রাসন বাড়ছে। যার কারণে অনেক বিষয় হারিয়ে যাচ্ছে যা কিনা ভাষার অলঙ্কার। এভাবে চলতে থাকলে ভাষার অনেক বিষয়ই বিলুপ্ত হয়ে যাবে। মানুষ তার স্বাভাবিক কথাবার্তায়ও দেখা যাবে এই ভাষা-বিকৃতি। বিকৃত বাংলা ভাষার কারণে দেখা যাচ্ছে অনেক বিষয়ই আর আগের মতো নেই। সামাজিক যোগাযোগ ফেসবুক বড় একটি মাধ্যম। সেখানে ভুল বানান আর ভুল বাক্যের ছড়াছড়ি। যার কারণে যারা নতুন তারাও সেই ভুলটাই শিখছেন। এতে করে একটি বৃহত্তর জনগোষ্ঠী এই ভাষা-দূষণে জড়িয়ে যাচ্ছে। এই ভাষাদূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে। সম্মিলিতভাবে কাজ করতে হবে গণমাধ্যম থেকে শুরু করে সকল উৎস থেকে। পাঁচ কাহনিয়া, টাঙ্গাইল থেকে