বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:১৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি ও বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। নিহত সাহাবুল ইসলামের স্ত্রী বাবলী আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের জন্য খাবার আনতে বাড়ির বাইরে যান সাহাবুল। এরপর তিনি আর ফেরেননি। সন্ধ্যার দিকে (শুক্রবার) পাড়ার লোকজনের মুখে শুনি, আমার স্বামীকে নাকি বিএসএফ গুলি করে মেরে ফেলেছে।’ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘হিলি সীমান্তে ভারতের অভ্যন্তরে একজনকে হত্যার ঘটনার কথা শুনেছি। তিনি বাংলাদেশি নাকি ভারতীয়, সেটি এখনো নিশ্চিত হতে পারিনি।’