পা দিয়ে ছবি এঁকে এবার দেশ সেরা স্থান দখল করে মোনায়েম

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পা দিয়ে ছবি এঁকে এবার দেশ সেরা পুরস্কার পেয়েছে ফেনীর দাগনভূঞা একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোনায়েম। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় হয়। ওই প্রতিযোগিতায় মোনায়েম এর পা দিয়ে আঁকা ছবি সেরা স্থান দখল করে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। খোঁজ নিয়ে জানা যায়, এর আগে দাগনভূঞা একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র মোনায়েম পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে তৃতীয় স্থান অধিকার করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভাগীয় পর্যায়ে সে পুরস্কার লাভ করে। ২০২২ সালের ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর উপহারের ঘর পায় দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েম। দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে ওই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।