থানায় অভিযোগ এর ৩ দিন পর হামলায় নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রতিপক্ষের হাতে প্রাণনাশের শঙ্কা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করার তিন দিন পর হামলায় নিহত হয়েছেন এক ব্যক্তি। গত শুক্রবার প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তার মৃত্যু হয়। নিহত মো. মোছলেম মিয়ার (৬৩) বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী নয়াপাড়া গ্রামে। জমি নিয়ে চাচাতো ভাই বাতেন গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জানা গেছে, হামলার তিন দিন আগে গত ২১ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হাতে প্রাণনাশের শঙ্কার কথা উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছিলেন মোছলেম। সেই অভিযোগ একজন এসআইকে তদন্তের দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু সেই এসআই ঘটনাস্থলে অভিযোগের তদন্তেই যাননি। গত শুক্রবার দুপুরে জমি থেকে ফেরার পথে বাতেন গংদের হামলায় মোছলেমসহ তার পরিবারের ১০ জন আহত হন। মোছলেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার স্ত্রী সাহেরা আক্তার বলেন, ‘সেদিন আমাদের অভিযোগ আমলে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আজ আমি স্বামী হারাতাম না। আমার সন্তানরা পিতাহারা হতো না।’ তিনি বলেন, অভিযোগ তদন্তে আড়াইহাজার থানার এসআই ইমরানকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি তদন্ত করতে যাননি। তা ছাড়া শুক্রবার ঘটনার সময় তিনি ও তার মেয়ে এসআইকে বারবার ফোন করলেও আসেননি।