বাবার প্রাণ গেলো মেয়ের ধাক্কায়

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে ইটে আঘাত লেগে সানোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে মেয়ে ববিতাকে আটক করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নাতিকে কুপিয়ে আহত করেন সানোয়ার হোসেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে যান তার মা ববিতা। এসময় ছানোয়ার তার মেয়েকেও কুপিয়ে আহত করার চেষ্টা করেন। মেয়ে তাকে ধাক্কা দিলে ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান সারোয়ার। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ববিতাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।