সংসদীয় ডিভাইস থেকে টিকটক বন্ধের ঘোষণা

২৩ মার্চ, ২০২৩ | ১০:০৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক সব সংসদীয় ডিভাইস ও নেটওয়ার্ক থেকে বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় স্কাই নিউজ। হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের কমিশন জানিয়েছে, তারা সাইবার নিরাপত্তার প্রয়োজনে সরকারের নেওয়া পদক্ষেপ অনুসরণ করবে। দেশটির সংসদের এক মুখপাত্র বলেন, টিকটক সমস্ত সংসদীয় ডিভাইস এবং বৃহত্তর সংসদীয় নেটওয়ার্ক থেকে ব্লক করা হবে। সাইবার নিরাপত্তা সংসদের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের সরকারি ফোনে অ্যাপটি নিষিদ্ধ করা হয়।