কোমরে পিস্তল গোঁজা ছাত্রলীগ নেতা আটক
২৬ মার্চ, ২০২৩ | ১০:২৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ফরিদপুরে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া সেই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। শুভ্রদেব গতকাল শনিবার তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্পর্কে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। তবে শুভ্রদেবের দাবি, কোমরে গোঁজা পিস্তলটি খেলনা পিস্তল। বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে ভাস্তের জন্য তিনি সেটি কেনেন। তিনি বলেন, ‘জাস্ট শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোস্ট করেছি। এরপর নানাজন নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।’