জমি নিয়ে বিরোধ

ভাবিকে পিটিয়ে হত্যা

২৬ মার্চ, ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুফিয়া খাতুন (৪৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ের পাশের জমি নিয়ে সিরাজুলের সঙ্গে তার সৎভাই সাত্তার, আজিজুল খলিফা, সূর্যত আলী, হেতমত ও আশরাফের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই জেরে আজ সকালে সিরাজুলের বাড়িতে এসে হামলা চালিয়ে ভাঙচুর করে তার সৎভাই ও ভাতিজারা। এ সময় সিরাজুল ও তার স্ত্রী সুফিয়া বাধা দিলে তাদের এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা সুফিয়াকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।