অবৈধভাবে সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় আলু

২৭ মার্চ, ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আসছে ভারতীয় আলু। ভারতে আলুর দাম কম হওয়ায় দেশটির ক্ষেত থেকে আলু ঢুকছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। রোববার (২৬ মার্চ) ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ৬৬ বস্তা ভারতীয় আলু জব্দ করেছেন বিজিবি সদস্যরা। সোমবার (২৭ মার্চ) বিকেলে জব্দ করা আলু কাস্টমস গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। প্রকাশ্যে ভারতীয় আলু পাচারের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত আলুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় আলু চাষিরা। ভারতে বর্তমানে আলুর দাম কম। ঘাগড়া সীমান্তের বিপরীতে ভারতে ওইসব এলাকায় উৎপাদিত আলু স্থানীয় চোরাকারবারিরা মাত্র তিন টাকা কেজি দরে কিনে ১১-১৩ টাকা কেজিতে পাইকারি বিক্রি করছেন বহিরাগত ব্যবসায়ীদের কাছে। চলতি মৌসুমের শুরু থেকে ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে অবাধে পাচার হচ্ছিল ভারতীয় আলু। খবর পেয়ে রোববার অভিযান চালিয়ে ৬৬ বস্তা ভারতীয় আলু উদ্ধার করে বিজিবি। বিজিবি ঘাগড়া ক্যাম্পের নায়েক সুবেদার আনোয়ার হোসেন বলেন, এ সীমান্ত এলাকার উভয় পাশেই আলু চাষ করা হয়েছে। কোনটা ভারতের আর কোনটা বাংলাদেশের আলু তা বোঝা যায় না। তবে আলু পাচারের তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।