মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ছেলের আত্মহত্যা

১ এপ্রিল, ২০২৩ | ২:৪৩ অপরাহ্ণ
জামালপুর প্রতিনিধি , দৈনিক গণঅধিকার

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে লাউচাপড়া এলাকায় মায়ের কাছ থেকে টাকা না পেয়ে মইর উদ্দিন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত ঐ এলাকার সুবহানের ছেলে। পরিবারের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মইর তার মায়ের কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে অভিমানে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি (রশি) দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার পারিবারে সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পারিবারিকভাবে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।