নিয়োগ নিয়ে বিরোধ আদালত প্রাঙ্গনে ছুরিঘাতে হত্যা

হবিগঞ্জের আদালত প্রাঙ্গণে শিক্ষককে ছুরিকাঘাত করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিমকে আটক করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান বলেন, বাহুবল উপজেলার বাদে হাজিপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে আবুল হাসিম পেশায় একজন দলিল লেখক। তিনি ২০১৭ সালে এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব নাম ব্যবহার করে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মূলত বাড়তি সুযোগ নেওয়ার জন্য তিনি এ নাম ব্যবহার করেছেন। মাত্র দুই বছরের মাথায় ২০২০ সালে তিনি স্কুলটির নিবন্ধনও পেয়ে যান। এরপর থেকেই শুরু করেন স্কুলে শিক্ষক, কর্মচারি নিয়োগ নিয়ে বাণিজ্য। এ নিয়েই স্কুলটির শিক্ষক সদর উপজেলার সুলতানশী গ্রামের আবুল হোসেনের ছেলে সাইদুর রহমানের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিষয়টি মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। পরিদর্শক বদিউজ্জামান আরও বলেন, সোমবার তারা উভয়েই মামলার নির্ধারিত তারিখে আদালতে আসেন। তখন তর্কের এক পর্যায়ে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিম ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাৎক্ষণিক লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসিমকে আটক করে। আহত স্কুল শিক্ষক সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।