আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দ্বিতীয় রিজওয়ান, তৃতীয় বাবর

১৩ এপ্রিল, ২০২৩ | ১০:১৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্ট র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর দ্বিতীয় স্থানে আছেন তার ওপেনিং পার্টনার মুহাম্মদ রিজওয়ান। খবর ক্রিকেট পাকিস্তানের। এই র‌্যাংকিংয়ে প্রথম স্থানে আছে ভারতের সূর্যকুমার যাদবের নাম। ১৪ এপ্রিল লাহোরে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর ও রিজওয়ানের খেলার সুযোগ থাকবে। এ সময় এই র‌্যাংকিংয়ে সূর্যকুমার যাদবকে পেছনে ফেলার সুযোগ রয়েছে তাদের। আইসিসি জানিয়েছে, বুধবার আইসিসি র‌্যাংকিংয়ে বাবর তৃতীয় স্থানে উঠে এসেছেন এবং শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হলে সূর্যকুমারের জায়গা দখল করে নেওয়ার সুযোগ পাবেন। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সূর্যকুমার ৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা রিজওয়ান (৮১১) ও তৃতীয় স্থানে থাকা বাবর (৭৫৫) আইপিএলে খেলার সময় উন্নতি করতে পারেন। মজার ব্যাপার হলো, শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজে ডেভন কনওয়ের অনুপস্থিতির কারণে বাবর সর্বশেষ র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে উঠে এসেছেন।