ফের ‘অধিকৃত ইউক্রেনে’ গেলেন পুতিন

দ্বিতীয়বারের মতো ‘অধিকৃত ইউক্রেনে’ প্রবেশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ভোরে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনাদের সদর দপ্তর পরিদর্শন করেন। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় এপি। প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিন কর্তৃক প্রকাশিত এবং রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে পুতিনকে দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ান বাহিনীর কমান্ড পোস্ট পরিদর্শন করতে দেখা গেছে। সেখানে তিনি হেলিকপ্টার দিয়ে যান এবং যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানতে শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে দেখা করেন। এরপর তিনি সেখান থেকে পূর্ব লুহানস্ক অঞ্চলের রাশিয়ান ন্যাশনাল গার্ডের সদর দপ্তর চলে যান। এসময় পুতিন উভয় স্থানের সামরিক বাহিনীকে রোববার পালিত অর্থোডক্স ইস্টারে অভিনন্দন জানান। এর আগে গত ১৮ মার্চ অধিকৃত মারিউপোলেও প্রবেশ করেছিলেন প্রেসিডেন্ট পুতিন। ওই সময় হেলিকপ্টারে করে মারিউপোলে ঢোকেন তিনি। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। ওই সময়ও অনেকটা নীরবে মারিউপোল সফর করেছিলেন তিনি।