অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
২৪ এপ্রিল, ২০২৩ | ৯:২৯ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি , দৈনিক গণঅধিকার

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আশেক দৈনিক গণঅধিকার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাকলিয়ায় অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ যাত্রী আহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতরা সবাই নগরীর কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা গোদারপাড় এলাকার বাসিন্দা বলে জানান তিনি।