২৬ ঘন্টা পর নদী থেকে রিফাতের লাশ উদ্ধার
৬ মে, ২০২৩ | ১২:৫২ পূর্বাহ্ণ
ইরফান আলী মন্ডল , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া জেলার খোকসা থানার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খালপাড়ায় একদিনপর উদ্ধার করা হয় নদী থেকে এক শিশুকে।
নিহত শিশু কোমরভোগ খালপাড়ার সারাফাত হোসেনের দুই সন্তানের মধ্যে প্রথম সন্তান রিফাত।
জানা যায়,৪ মে দুপুরে নদীতে গোসল করতে নামে রিফাত। তারপর আর ফিরে আসা হয়নি রিফাতের বাড়ি। অনেক খোঁজা -খুজিঁ এবং নদীতে তল্লাশী চালিয়েও রিফাতের কোন খবর মেলে নি। রিফাতের পরিবারের কান্নার আহাজারি এবং গ্রামের লোকের নৈতিকতায় উদ্ধার করতে না পারায় খোকসা ফায়ার সার্ভিস কে বিষয়রি জানানো মাএ তারা ঘটনা স্থলে উপস্থিত হয় এবং উদ্ধার কাজ সঞ্চালন করে। দীর্ঘ ৩ ঘন্টার অভিযান শেষে ৫ মে দুপুর আড়ায়টার দিকে ইউনিটটি রিফাতকে নদীর তলদেশে বালুতে আটকে থাকতে দেখে।পরে হাতাসিন করে রিফাতকে মৃত অবস্থায় নদীর পাড়ে তোলা হয়। কান্নার রোল পরে যায় স্বজনদের আহাজারিতে।