মেয়র সাঈদ খোকনকে দিয়ে অনেক পুকুর উদ্ধার করেছি: প্রধানমন্ত্রী

১৫ মে, ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ণ
হাবিবুল ইসলাম সুমন , দৈনিক গণঅধিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদী দখলের কথা বলতে গেলে আইয়ুব খান থেকে শুরু করে এরপর জিয়াউর রহমান এরশাদ, তারপর খালেদা জিয়া, এরা যে যখনই এসেছে আমাদের নদীগুলো ধ্বংস করে দিয়ে গেছে, গাছের সর্বনাশ করে দিয়ে গেছে, রাস্তার সর্বনাশ করে দিয়েছে। সবই একে একে ধ্বংস করেছে। আজ সোমবার (১৫ মে) বিকেলে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাঈদ খোকন যখন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ছিল তখন ওকে দিয়ে অনেকগুলো পুকুর উদ্ধার করিয়েছি। আমরা ১৯৯৬’ থেকে ২০০১ পর্যন্ত যতটুকু করে দিয়ে গিয়েছিলাম, পরবর্তিতে বিএনপি এসে সেগুলো সব শেষ করে দিয়েছে।