‘দুই-তিন মাসের মধ্যে এ সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে’

২০ মে, ২০২৩ | ৯:১৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত নয়। আওয়ামী লীগ টিকে আছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী দুই-তিন মাসের মধ্যে এই পতন ঘণ্টা বেজে উঠবে।শুক্রবার কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এনআর প্লাজা মার্কেট প্রাঙ্গণে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। দেশে আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে। হাসিনার দলের লোকজনের উন্নয়ন হয়েছে। জনগণের কোনো উন্নয়ন হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। বেকারত্ব কর্মহীন মানুষ উপহার দিয়েছে এই অনির্বাচিত সরকার।তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন যারা স্যাংশন দিবে তাদের কাছে কিছু কেনা হবে না। স্যাংশন কেন দিচ্ছে তা জাতিকে স্পষ্ট করে জানান।কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।