মজনুর মুক্তির দাবিতে রিজভীর বিক্ষোভ মিছিল

২২ মে, ২০২৩ | ৩:২৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি নয়াপলটন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় ইউটার্ন করে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিলের অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস মিধা ও আলী আকবর নান্টুসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।