বলিউডে আসছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খান

২২ মে, ২০২৩ | ৩:২৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বলিউড তারকা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবার রুপালি পর্দায় পা রাখতে যাচ্ছেন। এ খবর প্রকাশ্য়ে এনেছেন সারা আলি খান। এরই মধ্য়েই নাকি ইব্রাহিম শেষও করে ফেলেছেন প্রথম সিনেমার কাজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাইফ কন্য়া সারা জানান, ‘আমি বিশ্বাসই করতে পারছি না ইব্রাহিম প্রথম ছবির কাজ শেষ করেছে।’ তিনি আরও বলেন, আমি ও আমার মা (অমৃতা সিং) ইব্রাহিমের সঙ্গে একইভাবে ব্য়বহার করি, তাই আমাদের দুজনের কাছেই এটা খুবই আবেগপ্রবণ মুহূর্ত। তবে ইব্রাহিম কোন পরিচালকের সঙ্গে কোন সিনেমাতে কাজ করছেন তা এখনো পরিস্কার করে জানানো হয়নি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত নতুন সিনেমা ‘জরা হটকে জরা বঁচকে’র ট্রেলার। ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জরা হটকে জরা বঁচকে’। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সারা আলি খান ও ভিকি কৌশলকে। তাদের সঙ্গে অভিনয়ে রয়েছেন রাকেশ বেদি, অনুভা ফতেহপুরিয়া, নীরজ সুদ, শারিব হাশমি, ইনামুল হক প্রমুখ।