ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা হানিফ

২৭ মে, ২০২৩ | ১:৫১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বরিশালের বানারীপাড়ায় ক্ষুদ্র চা দোকানির আড়াই লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের কাগজ হাতে পেয়ে অবাক হয়ে যান হানিফ হাওলাদার। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে। স্থানীয়রা জানায়, উপজেলার মাদারকাঠি গ্রামের রাস্তার পাশের ৫০০ টাকা ভাড়া দিয়ে চা-পান বিক্রি করেন হানিফ হাওলাদার। তার জীর্ণ দোকানে সর্বসাকুল্যে ১০ হাজার টাকার মালামাল রয়েছে। ওই দোকানে প্রতিমাসে ২০০-৩০০ টাকা বিদ্যুৎ বিল আসে। দোকান মালিক সালাউদ্দিনের নামে বিদ্যুতের মিটার থাকলেও ভাড়াটিয়া হিসেবে প্রতিমাসে বিল পরিশোধ করেন হানিফ। এপ্রিলে হানিফের বিদ্যুৎ বিল আসে ৩৪০ টাকা। অথচ চলতি মাসে তার বিদ্যুৎ বিল আসে দুই লাখ ৬০ হাজার ১৮৩ টাকা। বানারীপাড়া সাব জোনাল অফিসে লাইনম্যান নূরুজ্জামান জানান, উনার বিলের ইউনিট ঠিক আছে কিন্তু টাকার অংশে ভুল ক্রমে অতিরিক্ত লেখা হয়েছে। এটা সফটওয়্যার মিস্টেকের কারণে হয়েছে। হানিফ হাওলাদারকে অফিসে আসতে বলা হয়েছে। তার বিল ঠিক করে দেওয়া হবে।