ককটেল বিস্ফোরণ:নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে

২৭ মে, ২০২৩ | ৩:১২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আজ শনিবার সকালে নাটোরের আলাইপুরে সমাবেশ শুরুর আগে বিএনপির কার্যালয়ের সামনে ও পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া সমাবেশে ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জন সমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় জনসমাবেশ বানচাল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের সমাবেশস্থলসহ আশপাশে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের সমাবেশ আসতে প্রতিটি মোড়ে মোড়ে বাধা দেওয়াসহ মারধর করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে চলে যায়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজসহ নেতাকর্মীরা। তবে প্রধান অতিথির সমাবেশে দেরি করে আসার কারণে এ ঘটনা এখনও তারা জানাতে পারেননি। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জানান, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাদের কর্মসূচিতে অন্য কারও বাধা দেওয়ার দরকার হয় না। তারা নিজেরাই নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করে নাটক করে।