মাজারে যাওয়ার পথে ট্রাক- পিকাপ সংঘর্ষে প্রাণ গেল ৩ নারীর

২৭ মে, ২০২৩ | ৩:২৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রী বহন করা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিন নারী নিহত এবং অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। আহতদের মধ্যে বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানের নাম জানা গেছে। হতাহতরা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপে সিলেটে হজরত শাহ জালাল (র.)-এর মাজারে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন। পথে বাহুবলের মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌঁছলে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। এ ঘটনায় একই এলাকার ১০ ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।