তুরস্কে আজ ২য় ধাপে আবারো নির্বাচন শুরু হতে যাচ্ছে

২৮ মে, ২০২৩ | ২:২৯ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক অনুসন্ধিৎসু , দৈনিক গণঅধিকার

তুরস্কে প্রথম ধাপে নির্বাচন হয়েছে ১৪ মে। কিন্তু সেই নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেনি। তাই দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার (২৮ মে)। এতে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেমাল কিলিচদারগলু। খরব সিএনএনের। প্রথম ধাপের নির্বাচনে দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গত বিশ বছর ধরে তুরস্ক শাসন করছেন এরদোয়ান। কিন্তু এবারই তাকে এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের প্রায় চার মাস পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ভূমিকম্পে তুরস্ক ও সিরায় প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। তাছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬০ লাখ। অর্থনৈতিক সংকটেও রয়েছে দেশটি। এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট নিশ্চিত করেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কিলিচদারগলু পান প্রায় ৪৫ শতাংশ ভোট। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোয়ানের দল। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯০ শতাংশ। এতে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। রোববার স্থানীয় সময় সকাল আটায় নির্বাচন শুরু হবে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ফলাফল পাওয়া যাবে রাত নয়টার দিকে।