সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকুন: শি জিনপিং

১ জুন, ২০২৩ | ২:২৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে নিরাপত্তা প্রধানদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অভ্যন্তরীণ ও বহিঃশক্তির হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বলে তিনি জানান। মঙ্গলবার কমিউনিস্ট পার্টির ন্যাশনাল সিকিউরিটি কমিশনের সঙ্গে বৈঠকে কঠোর নির্দেশনা দেন প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং বলেন, বর্তমানে জাতীয় নিরাপত্তা ইস্যু কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। দিন দিন এই নিরাপত্তা হুমকি বাড়ছে। তিনি বলেন, আমাদের সবচেয়ে খারাপটি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। প্রচণ্ড বাতাস এবং এমনকি ঝড় আসতে পারে। সেই ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। প্রেসিডেন্ট শি বলেন, নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। এজন্য বড় ধরনের যুদ্ধ মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে হবে। তিনি জাতীয় নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক শিক্ষা এবং গোয়েন্দা তথ্য আধুনিকায়ন করতে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। —সিএনএন