রান্নার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
১৪ জুন, ২০২৩ | ৪:৫৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তফার স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের নাজমা বেগম (৪২), শরিফা আক্তার (৪২) ও রোকসানা খাতুন (৪০)। তিনি বলেন, সকালের দিকে নিহত জহুরাসহ ওই তিন নারী রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জহুরাসহ চারজন গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সোহাগী ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিষয়টি থানায় কেউ জানায়নি।