১ বলে ১৮ রান গড়লো বিশ্বরেকর্ড

ক্রিকেটে ১ বলে সর্বোচ্চ কতো রান হতে পারে? ৬ কিংবা ৭ রান। কিন্তু তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এক বলে হয়েছে ১৮ রান হওয়ার রেকর্ড হয়েছে। এবং সেটি করেছেন সিনিয়র বোলার অভিষেক তানওয়ার। এদিন শেষ ওভারটি করতে আসেন তিনি। প্রথম ৫টি বল ঠিকমতো করলেও বিপত্তি বাধে শেষ বলটি করতে গিয়ে। ওই বলটি তিনি নো দেন এবং ব্যাটসম্যান বোল্ড হন। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান তিনি। পরের বলটি ছিল ফ্রি হিট। সেই বলেও নো করেন তিনি। ব্যাটার ছক্কা মারেন। তারপরের বলটিও নো করেন অভিষেক। সেই বল থেকে ২ রান আসে। তারপরের বলটি হয় ওয়াইড। অবশেষে পরের বলটি বৈধ বল হয়। কিন্তু সেই বলেও ছক্কা মারেন ব্যাটার। সব মিলিয়ে শেষ বলে আসে ১৮ রান। শেষ ওভারে ২৬ রান দেন অভিষেক। অবশ্য এমন বাজে বোলিংয়ের দায় তিনি নিয়েছেন, শেষ ওভারের দায়টা অবশ্যই আমাকে নিতে হবে। একজন সিনিয়র বোলার হিসেবে চারটি নো বল দেয়া হতাশাজনক। আসলে বাতাস ছিল প্রচুর। যে কারণে বল করতে সমস্যা হচ্ছিল। অভিষেক অবশ্য তামিলনাড়ু প্রিমিয়ার লিগের গেল আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। এই আসরে তিনি একটি লজ্জার রেকর্ড গড়লেন।