কিস্তির টাকা চাওয়ায় এনজিওকর্মীকে হত্যা

১৫ জুন, ২০২৩ | ২:৫৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কিস্তির টাকা চাওয়ায় সাভারে এক এনজিওকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি এক সংবাদ সম্মেলনে হত্যার কারণটি নিশ্চিত করেন। পুলিশ জানায়, নিহত রেজাউল করিম (২৮) বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের মাঠকর্মী। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌগাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। পুলিশ আরো জানায়,এনজিও থেকে ৩০ হাজার টাকা লোন তুলেন শাহিন (৩৫) নামের এক পোশাক শ্রমিক। সাপ্তাহিক কিস্তি আড়াই হাজার টাকা হলেও নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যর্থ হন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহিন রেজাউল করিমকে মারপিট করেন। পরে অণ্ডকোষ ফেটে গেলে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়। এসময় নিহতের মরদেহ ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেখে দেয় শাহিন। স্থানীয়রা মরদেহটি দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরেদহ উদ্ধার করেন। একই সঙ্গে শাহিনকে আটক করেন।