অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার:নোয়াখালী
                     ১৯ জুন, ২০২৩ | ৯:২২ অপরাহ্ণ
                  
                  
                                        
                        🇧🇩 গিয়াস উদ্দিন রনিঃ                     , দৈনিক গণঅধিকার
                
                   
                  
					 দেশীয় অস্ত্রসহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় কিশোরগ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ জুন) সন্ধ্যায় আলীপুর গ্রামের বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি তিনটি ধারালো কিরিচ ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। এরা এলাকায় চুরি-ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি দৈনিক গণঅধিকার নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
