দুই সন্তানসহ নদীর স্রোতে ভেসে গেলেন মা
১৯ জুন, ২০২৩ | ১০:০৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধারাইন নদীর স্রোতে দুই সন্তানসহ এক মা ভেসে গেছেন। সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচের সড়ক দিয়ে আসছিলেন ওই মা ও তার দুই সন্তান। এসময় তীব্র স্রোতে তারা ভেসে যান। তাদের উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ পুলিশ কাজ করছে।